জিরো কুপন বন্ড কি? বন্ড এবং শেয়ারের মধ্যে পার্থক্য কি?

বন্ড কি?

বন্ড হচ্ছে কোম্পানি এবং ব্যক্তির মধ্যে ঋন চুক্তি। যেখানে কোম্পানি ঋণ হিসাবে একজন ব্যক্তি বা কোম্পানি থেকে নির্দিষ্ট সুদ বা কুপন হারে টাকা নিবে যা নির্দিষ্ট সময় পর পর কোম্পানি প্রদান করবে। এখানে কোম্পানির আয় হোক বা না হোক বন্ড হোল্ডারদেরকে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হারে সুদ বা কুপন দিতেই হবে।

সুপ্রিয় পাঠক, 
RANDOM SPEECH এর এই আর্টিকেলে জিরো কুপন বন্ড কি, বন্ড এবং শেয়ারের মধ্যে পার্থক্য কি, কুপন বন্ড ও জিরো কুপন বন্ডের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করা হবে......

জিরো কুপন বন্ড কি (What is zero coupon Bond)?

যে বন্ডের লিখিত মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম থাকে এবং এর বিপরীতে কোন সুদ প্রদান করা হয় না তাকে জিরো কুপন বন্ড বলে। এখানে লিখিত মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য হল বিনিয়োগকারীর মুনাফা।

J.C. Van Horne এর মতে, “যে বন্ড কোন মেয়াদি সুদ প্রদান করে না এবং বিক্রয়ের ক্ষেত্রে অভিহিত মূল্যের উপর বড় ধরনের বাট্টা প্রদান করে তাকে জিরো কুপন বন্ড বলে।”

বন্ড এবং সাধারন শেয়ারের মধ্যে পার্থক্য কি?

  • সাধারন শেয়ার হচ্ছে কোম্পানির স্বল্প পরিসরে মালিকানা এবং বন্ড হচ্ছে ঋণ চুক্তি।

  • কোম্পানি লাভ করলে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে কিন্তু লস হলে পাবে না, অন্যদিকে কোম্পানির লাভ হোক বা লস হোক বন্ড হোল্ডারকে চুক্তি অনুযায়ী সুদ বা কুপন দিতে হবে।

  • বন্ডের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে, মেয়াদ শেষে বন্ড হোল্ডাররা ঋণকৃত সম্পুর্ন টাকা ফেরত পাবে। সাধারন শেয়ার হোল্ডাররা কোন টাকা ফেরত পাবে না।
See also  Lazar Angelov Net Worth, Wiki, Age, Income & Other Things

  • বন্ডে বিনিয়োগ অধিক নিরাপদ কিন্তু আয় নির্দিষ্ট। অন্যদিকে সাধারন শেয়ারের বিনিয়োগকারীদের আয়ের পরিমান নির্দিষ্ট না। সাধারন শেয়ারে বিনিয়োগ অধিক ঝুকিপুর্ন কারন আয় হলে ডিভিডেন্ড পাবে, আয় না হলে ডিভিডেন্ড পাবে না।

  • সাধারন শেয়ার যে কোন সময় বিক্রি করা যায় কিন্তু বন্ড যে কোন সময় বিক্রি করা যায় না। কারন বাংলাদেশে বন্ড মার্কেট খুব বেশি পরিচিত না।

কুপন বন্ড ও জিরো কুপন বন্ডের মধ্যে পার্থক্য (Difference between coupon Bond and zero coupon Bond)

পার্থক্যের বিষয়কুপন বন্ডজিরো কুপন বন্ড
সংজ্ঞাযে বন্ডের মালিকদের একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করা হয় এবং মেয়াদ শেষে অভিহিত মূল্যে ফেরত দেয়া হয় তাকে কুপন বন্ড বলে।যে বন্ডে কোন কুপন সুদ দেয়া হয় না এবং অবহারে বিক্রি হয় তাকে জিরো কুপন বন্ড বলে ।
বিক্রয় পদ্ধতিকুপন বন্ড অধিহারে, অবহারে, ও সমমূল্যে বিক্রি হতে পারে।জিরো কুপন বন্ড শুধুমাত্র অবহারে বিক্রি হয়।
মেয়াদপূর্তি মূল্যকুপন বন্ডের মেয়াদপূর্তি মূল্য অভিহিত মূল্য থেকে বেশি বা সমান হতে পারে।জিরো কুপন বন্ডের মেয়াদপূর্তি মূল্য অভিহিত মূল্যের সমান হয়।
 প্রকারভেদকুপন বন্ডের বিভিন্ন রকম হতে পারে।জিরো কুপন বন্ডের কোন প্রকারভেদ নেই।